বরেন্দ্র এক্সপ্রেস বাস কাউন্টার নাম্বার Borandro Express Bus Counter Number

 

বাংলাদেশের উত্তরাঞ্চলে দূরপাল্লার যাত্রীসেবায় বরেন্দ্র এক্সপ্রেস (Barendra Express) একটি জনপ্রিয় ও নির্ভরযোগ্য নাম। আরামদায়ক ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে আধুনিক মানের বাস সার্ভিস পরিচালনা করে আসছে।

বরেন্দ্র এক্সপ্রেস (Barendra Express) মূলত ঢাকা–রাজশাহী, ঢাকা–নওগাঁ, ঢাকা–চাঁপাইনবাবগঞ্জ, ঢাকা–রংপুর, ঢাকা–বগুড়াসহ উত্তরবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে নিয়মিতভাবে যাত্রী পরিবহন করে। সময়ানুবর্তিতা, উন্নতমানের সার্ভিস ও যাত্রীবান্ধব আচরণের কারণে বরেন্দ্র এক্সপ্রেস ইতোমধ্যে যাত্রীদের কাছে ব্যাপক আস্থা অর্জন করেছে।

গুণগত সেবা ও নিরাপদ ড্রাইভিংয়ের জন্য Barendra Express উত্তরবঙ্গগামী যাত্রীদের অন্যতম পছন্দের পরিবহনে পরিণত হয়েছে।

আজকের ভ্রমণ টিপসে আমরা আপনাদের জানাবো বরেন্দ্র এক্সপ্রেস সকল কাউন্টার নাম্বার (Barendra Express Bus Counter Number) সমূহ। এসব কাউন্টারে যোগাযোগ করে আপনি সহজেই টিকিট বুকিং, ভাড়ার তথ্য, এবং যাত্রার সময়সূচি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

বরেন্দ্র এক্সপ্রেস বাস কাউন্টার নাম্বার

কাউন্টার নাম্বার
কল্যাণপুর খাজা সুপার মার্কেট 01795315165
ফেসবুক পেজ https://www.facebook.com/profile.php?id=100090332561130
 

Post a Comment

Previous Post Next Post