ব্যাংক নিয়োগ টিপস বাংলা সাহিত্য/ Bank Recruitment Tips Bengali Literature

   


১. আদি মহাকাব্য কোনটি?
উত্তরঃ রামায়ণ

২. শেষ প্রশ্ন কে লিখেছেন?
উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

৩. মায়াবী প্রহর নাটকের রচয়িতা কে?
উত্তরঃ আলাউদ্দিন আল আজাদ

৪. বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?
উত্তরঃ চন্দ্রাবতী

৫. রবীন্দ্রনাথ কোন কাব্যের নামকরণ করে যেতে পারেননি?
উত্তরঃ শেষ লেখা

৬. নাটকের অপর নাম কি?
উত্তরঃ দৃশ্যকাব্য

৭. মার্সিয়া সাহিত্যের হিন্দু কবি কে?
উত্তরঃ রাধারমণ গোপ

৮. পদ্মাবতী কি?
উত্তরঃ অনুবাদ গ্রন্থ

৯. চিন্তাতরঙ্গিণী কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

১০. বাংলার স্কট বলা হয় কাকে?
উত্তরঃ বঙ্কিমচন্দ্রকে

১১. হিং টিং ছট কবিতাটি নেওয়া হয়েছে রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থ থেকে?
উত্তরঃ সোনার তরী

১২. শামসুর রাহমানের আত্মজীবনীর নাম কি?
উত্তরঃ কালের ধূলোয় লেখা

১৩. পরর্থপরতার অর্থনীতিরর লেখক কে?
উত্তরঃ আকবর আলী খান

১৪. সংস্কৃতির সংকট প্রবন্ধগ্রন্থটি রচনা করেছেন কে?
উত্তরঃ বদরুদ্দীন ওমর

১৫. প্রভাত-চিন্তা গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ কালী প্রসন্ন ঘোষ

১৬. আমীর হামজা কাব্য রচনা কে করেন?
উত্তরঃ ফকির গরীবুল্লাহ

১৭. নসীরানামা কাব্যগন্থটি রচনা করেন কে?
উত্তরঃ কবি মরদন

১৮. রামায়ণের প্রথম মহিলা অনুবাদকের নাম কি?
উত্তরঃ চন্দ্রবতী

১৯. হারামণির সংকলক কে?
উত্তরঃ মুহাম্মদ মনসুর উদ্দীন

২০. দ্বিজেন্দ্রলাল রায় প্রধানত কে ছিলেন?
উত্তরঃ নাট্যকার

২১. তারাবাঈ নাটকটির লেখক কে?
উত্তরঃ দ্বিজেন্দ্রলাল রায়

২২. সংখ্যাধিক্যে চযাগীতির দ্বিতীয় কবি কে?
উত্তরঃ ভুসুকুপা

২৩. চন্ডীমঙ্গল কাব্যের কহিনী কয় খন্ডে বিভক্ত?
উত্তরঃ তিন

২৪. বত্রিশ সিংহাসন এর রচয়িতা কে?
উত্তরঃ মৃত্যুঞ্জয় ‍বিদ্যালঙ্কার

Post a Comment

Previous Post Next Post