সরকারি বেসরকারি চাকুরি নিয়োগ পরীক্ষা প্রস্তুতি/ Government and private job recruitment exam preparation

   

১. স্টপ জেনোসাইড প্রামণ্য চলচ্চিত্রের মূল বিষয়বস্তু কি?
উত্তরঃ মুক্তিযুদ্ধ

২. এক নটিকেল মাইল সমান কত ফুট?
উত্তরঃ ৬০৭৬.১২ ফুট

৩. পদ্মা সেতুর উদ্বোধন হয় কত তারিখে?
উত্তরঃ ২৫ জুন ২০২২

৪. Which one is similar to Adult : Child
উত্তরঃ Cat : Kitten

৫. দ্বীপ এর ব্যাসবাক্য কি?
উত্তরঃ দুদিকে অপ যার

৬. রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে 
উত্তরঃ সমকোণে সমদ্বিখন্ডিত করে

৭. ব্যাকরণের কাজ কি?
উত্তরঃ ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা

৮. পন্ডিতমূর্খ শব্দটির ব্যাসবাক্য নিচের কোনটি?
উত্তরঃ পন্ডিত হয়েও যিনি মূর্খ

৯. একাত্তরের দিনগুলি কার রচিত?
উত্তরঃ জাহানারা ইমাম

১০. ২০০ থেকে ৫০০ এর মধ্যে ৭ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?
উত্তরঃ ৪৩

১১. ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে নিচের কোন চলচ্চিত্রটির ট্রেলার উদ্বোধন করা হয়?
উত্তরঃ মুজিবঃ একটি জাতির রূপকার

১২. নিচের কোনটি জিংক সমৃদ্ধ ধানের জাত?
উত্তরঃ ব্রি বঙ্গবন্ধু-১০০

১৩. Which is the meaning of White Elephant?
উত্তরঃ A very costly or troublesome possession

১৪. মুক্তিযুদ্ধকালে জর্জ হ্যারিসন আয়োজিত কনসার্টের নাম কি ছিল?
উত্তরঃ কনসার্ট ফর বাংলাদেশ

১৫. What is the synonym of Competent?
উত্তরঃ Capable

১৬. নিচের কোন সূচকটি প্রাথমিক শিক্ষার গুণগত মানের পরিমাপক?
উত্তরঃ ছেলে ও মেয়ে শিশুর অনুপাত

১৭. কোন সালে প্রভাতফেরীতে সর্বপ্রথম একুশের গান আমার ভাইয়ের রক্তে  গানটি গাওয়া হয়?
উত্তরঃ ১৯৫৪ সালে

১৮. A Myth is 
উত্তরঃ A legend

১৯. Out and out means 
উত্তরঃ thoroughly

২০. Felicitation means 
উত্তরঃ Expression of good wish

Post a Comment

Previous Post Next Post